চোখ রাঙানি থামছেই না প্রাণঘাতি জ্বর ডেঙ্গুর। দৈনিক নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, ঘটছে প্রাণহানিও। রাজধানী ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশে ডেঙ্গু আক্রান্তের সঠিক পরিসংখ্যান জানা যায়নি। কেননা অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হয় না। হাসপাতালে ভর্তির ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ বলছে, এ বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ৮২ হাজার ৫০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ৩৮৭ জন মারা গেছেন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্নতার রাখার উপর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার প্রজনন ও বিস্তার ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আর জ্বরে আক্রান্ত হওয়ার পরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ১৪ জন মারা গেছেন।
হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪০ জন। বাকি এক হাজার ৪৯২ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় আছেন চার হাজার ৪২৩ জন। বাকি পাঁচ হাজার ৪০৭ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ হাজার ২৮৯ জন। এর মাঝে ঢাকায় ৩৬ হাজার ৯৮১। বাকি ৩৫ হাজার ৩০৮ জন ঢাকার বাইরে।
বিডি/এন/এমকে