কুড়িগ্রামের উলিপুরে রিংকি বেগম (১৮) নামে সদ্য বিবাহিতা এক মহিলাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাতে পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে রিংকির বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
রাতে একাই ঘুমাতে যাওয়া বোনকে সকালে তার ঘরে গলাকাটা অবস্থায় দেখে চিৎকার দেন রিংকির ভাই। চার দিন আগে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন তিনি।
রিংকি বেগম (১৮) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার স্বামী চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িত কারো বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করতে পারছে না ভুক্তভোগী পরিবার।
স্হানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস আগে রিংকি বেগমের বিয়ে হয় উলিপুরের মাঝবিল গ্রামে। বেড়াতে আসার পর রিংকির সঙ্গে তার মা ঘুমাতেন। কিন্তু তার মা বেড়াতে যাওয়ায় শনিবার রাতে তিনি একাই ঘরে ছিলেন। বাড়িতে তার দাদি, দাদা আর ভাই ছিলো।
এদিকে সকালে ঘুম থেকে দেরিতে না উঠলে তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু তার সাড়া না পাওয়ায় অন্য একটি দরজা দিয়ে ঘরের ভেতরে যায় তার ভাই। এ সময় বোনের গলাকাটা লাশ দেখে চিৎকার দেয় সে। তখন আশেপাশের লোকজন আসতে থাকে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/রোকন সরকার/সি/এমকে