কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি দাম্পত্য বিচ্ছেদ নিয়ে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। ট্রুডোর বিচ্ছেদের খবর সামনে আসতেই বিশ্বজুড়ে অনেককেই বিয়ে ও সম্পর্কে নারীর অবস্থান নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।
সেই সমালোচনার ঝড়েই প্রশ্ন উঠেছে- নারী কিসে আটকায়? সম্প্রতি এই ট্রেন্ড নিয়ে অভিনেত্রীদের কথা বলতে দেখা গেলেও এই প্রথম কথা বললেন এক চিত্রনায়ক। আর তিনি হলেন জায়েদ খান। নারীরা কিসে আটকায় এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
সম্প্রতি জায়েদ খান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি তো দেখি নারীরা জায়েদ খানে আটকায়। এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সব ছেলে জেলাস।
তিনি বলেন, একটা ছেলে আমার ছবির নিচে বাজে মন্তব্য করেছে। সাথে সাথে তার স্ত্রী আমাকে ফেসবুকে ইনবক্স করেছে। বলেছে, আমি আপনার ফ্যান এজন্য সে আপনাকে জেলাস করে বাজে মন্তব্য করেছে। আপনি কিছু মনে করবেন না। এজন্য আমার বন্ধুরা বলেছে এবার দেশে গিয়ে ছেলে ফ্যানদের সাথে কথা বলবা। মেয়েদের সাথে কথা বলতে গিয়ে ছেলেরা জেলাস হয়ে গেছে। যত বাজে মন্তব্য কিন্তু ছেলেরা করছে, মেয়েরা করছে না।
এ সময় জায়েদ খান আরও বলেন, আমেরিকায় দেখেছেন, হাজার হাজার মেয়ের মধ্যে আমি একা বসেছিলাম। ওখানে গিয়েও আটকেছি।
আসলেই আমি সরল। সরল না হলে কি ইনবক্সের কথা কেউ বলে। মেয়েদের কথা কেউ বলে। আমার চেয়েও অনেকের বেশি মেয়ে বন্ধু আছে, ডেটিংয়ে ঠিকই যায়। কেউ কী বলে। আমি বললেই ধরা।