মিথিলার বইতে থাকছেন না সৃজিত!

১১ মার্চ ২০২১

ভ্রমণবিষয়ক বই লিখেছেন মডেল ও অভিনেত্রী মিথিলা। বইয়ের নাম ‘আইরা আর মায়ের অভিযান‘। ‘লাইট অব হোপ’ নামের একটি সংস্থা এবারের বইমেলায় প্রকাশ করবে বইটি। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছিলেন মিথিলা।

এবার জানা গেলে নতুন তথ্য। মিথিলার বইয়ে থাকছেন না সৃজিত। শুধু মিথিলা ও আইরার ভ্রমণকাহিনী ওঠে আসবে এটিতে। শিশুদের উপযোগী করে লেখা হয়েছে বইটি। এতে ‘আইরা’ এবং ‘মিথিলা’ দুটি চরিত্র আকারে থাকছে।


মন্তব্য
জেলার খবর