‘গাদ্দার: এক প্রেম কথা’ বলিউডের এই সিনেমাটি ২০০৩ সালে বক্স অফিসে যেন ইতিহাস সৃষ্টি করেছিল। ২০ বছর পর সিনেমাটির সিকুয়েল ‘গাদ্দার ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমাটি যেন আবারও ইতিহাস পুনরাবৃত্তি করতে চলেছে।
‘গাদ্দার ২: দ্য কথা কন্টিনিউজ’ সিনেমাটি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছবি নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা।
ভারতীয় এক রিপোর্ট অনুসারে, প্রথম দিনে গাদ্দার ভারতীয় বক্স অফিস থেকে আয় করে ৪০ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৪৭.৩ কোটি। অর্থাৎ প্রথম দুই দিনে সানি দেওলের ছবির আয় ৮৭.৩ কোটি। রোববারের আয় মিলিয়ে সপ্তাহ পেরোতেই এই ছবি পেরিয়ে যাবে হয়তো ১২০ কোটির ঘর।
১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট, ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে ‘গাদ্দার ২’ এর গল্প সাজানো হয়েছে। তবে এই সিনেমাও তারা আর সাকিনার প্রেম কাহিনী নিয়ে। পাকিস্তানের সেনার হাতে প্রেমঘটিত কারণে বন্দি তাদের একমাত্র ছেলে জিত্তে ওরফে চরণজিৎ। আর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে আনতে পাকিস্তানে পা রাখেন বাবা তারা সিং। গাদ্দারের প্রথম সিকুয়েলে গিয়েছিল স্ত্রীকে আনতে। এবার ছেলেকে ছিনিয়ে আনার লড়াই নিয়েই এগিয়ে চলে সিনেমার গল্প। সানি আর আমিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা অন্যান্যরা।
হল ফেরত দর্শকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, কেউ কেউ দাবি করছেন "এটা গদর ১-এর থেকেও বেশি ভালো হয়েছে। এর অভিনয়, চিত্রনাট্য সবই ভালো"।