চার দোকানির পাঁচ ব্যারেল সয়াবিন একরাতে চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৩

null

পাবনার চাটমোহরে  চার দোকানির পাঁচ ব্যারেল খোলা সয়াবিন তেল একরাতে চুরি হয়েছে। খোলা এ সয়াবিনের দাম বর্তমান বাজার দরে দেড় লাখের বেশি টাকা।

রোববার (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগী দোকানিরা চুরির বিষয়টি টের পায়। এর আগে ব্যারেলগুলো নিজেদের দোকানের সামনে রেখে শনিবার (১২ আগস্ট) রাতে দোকান বন্ধ করে বাড়ি যায় তারা।

উপজেলার হান্ডিয়াল পুর্ব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানিরা হলেন- ওই এলাকার শাহিন আলম,সুকুমার সাহা,মধুসুদন আবু তাহের। ঐতিহ্যবাহী এ বাজারের নিরাপত্তায় ৪ জন নৈশপ্রহরী নিযুক্ত রয়েছে। তারপরও চুরির এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে চুরির ঘটনা জানাজানি হওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া সয়াবিনের হদিস বা চুরির ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি এ উপজেলায় চোরের উৎপাত বেড়েছে। সাইকেল মেরামতের দোকান এমনকি চাস্টলেও চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমারও। একের পর এক এ ঘটনায় রাতে চোর আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মাঝে।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর