আগামীতে ঘাটতি ঠেকাতে স্যালাইন আমদানির কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৩

দেশের সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো ঘাটতি নেই। তারপরও আগামীতেও যেন ঘাটতি না হয়, সে জন্য স্যালাইন আমদানির কাজ চলছে।

রোববার (১৩ আগস্ট) মানিকগঞ্জে এক আলোচনা সভায় বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্ণেল মালেক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।

হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন প্রায় ৪০-৫০ হাজার স্যালাইন লাগে। এ দেশের স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন করার কথা বলা হয়েছে, তারা সেটা করছেও। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও এ সময় জানান মন্ত্রী জাহিদ মালেক।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর