৫ টাকা কমলো চিনি ও সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৩

দেশের বাজারে চিনি ও ভোজ্যতেল সয়াবিনের দাম কমানো হয়েছে, চিনির কেজিতে  ও সয়াবিনের লিটারে ৫ টাকা কমানো হয়েছে। বোতলজাত ৫ লিটারের সয়াবিনে কমানো হয়েছে ২৩ টাকা।  নতুন দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন রোববার (১৩ আগস্ট) দাম কমানোর ঘোষণা দেয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় চিনির দাম কমানো হয়েছে। একইভাবে বিশ্ব বাজার থেকে ভোজ্য তেলের আমদানি মূল্য কমায় তেলের দাম কমানো হয়েছে।  এ কারণের কথা জানিয়েছে দাম কমানোর ঘোষণা দেওয়া সংগঠন দু’টি।

 

নতুন দরে, চিনি প্রতি কেজি প্যাকেটজাত ১৩৫ এবং খোলা ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সয়াবিন প্রতি লিটার প্যাকেটজাত ১৭৪ টাকা, খোলা ১৫৪ টাকা এবং বোতলজাত লিটার সয়াবিন ৮৫০ টাকা নির্ধারণ করেছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর