‘নারী কীসে আটকায়’-যা বললেন পরীমণি

International
১৪ অগাস্ট ২০২৩

দাম্পত্যজীবনে সুখী নন চিত্রনায়িকা পরীমণি। শরীফুল রাজের সঙ্গে আর সংসার করছেন না তিনি। মূলত নায়ক রাজের সংসারের প্রতি উদাসীনতাকেই দায়ী করেছেন তাদের বিচ্ছেদের কারণ হিসেবে। তবে একমাত্র পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে বেশ দিন কাটছে তার। সম্প্রতি এক বছর পূর্ণ হলো তার একমাত্র আদরের সন্তানের।

 

আর এবার সেই ছেলেকে নিয়েনারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসালেন পরীমণি। তবে তিনি শুধু নারী নয় সেই সাথে জানালেন মানুষ আসলে কীসে আটকায়।

 

রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের সঙ্গে জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

 

অভিনেত্রীর এই পোস্টে কমেন্টে সহমত পোষণ করেছে তার ভক্তরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, ‘পুন্য এসে পরির জীবন পরিপূর্ণ করে দিলো মাশাল্লাহ আরেকজন মজা করে লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি।

 

মাতৃত্বকালীন ছুটি শেষে স্খুব শীঘ্রই কাজে ফিরবেন পরীমণি। জানা গেছে, কলকাতা বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে তার।


মন্তব্য
জেলার খবর