গত ২৪ ঘন্টা থেকে তিস্তা নদীতে হু-হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৪ আগস্ট) সকালে ডিমলা ও জলঢাকায় এ নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ছয়টায় পানির লেবেল ৫২ মিটার দশমিক ৩৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে।
তিনি জানান, পানির লেবেল রোববার সকালে ৬টায় ৫১ মিটার দশমিক ৮৪ সেন্টিমিটার, সকাল ৯টায় ৫১ মিটার দশমিক ৯৭ সেন্টিমিটার, দুপুর তিনটায় ৫১ মিটার দশমিক ৯৮ সেন্টিমিটার, সন্ধ্যা ৬টায় ৫২ মিটার দশমিক ৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে এ পয়েন্টে।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, আমন বীজতলা ও ধান ক্ষেত। ক্রমেই বাড়ছে স্থানীয়দের দুর্ভোগ।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে