ছয় ঋতুর এ দেশে এ বর্ষাকাল। আজ শ্রবেণের ৩০ তারিখ। বেশ কয়েক দিন ধরে সারাদেশে
টানা বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই এ বৃষ্টি অব্যাহত থাকতে
পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সোমবার সকালে আবহাওয়াবিদ মো.
মনোয়ার হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং
উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আজ ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায়
এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি
ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
আরআই