চুলকে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে অনেকে মেহেদি ব্যবহার করে থাকেন। অথচ
সঠিক নিয়মে ব্যবহার না করায় হেনা বা মেহেদি লাগিয়ে চুলের উপকারের বদলে ক্ষতি করছেন
অনেকে।
সাধারণত মেহেদী চুলের গোড়া মজবুত করতে, চুল রেশমী আর ঘন করে তুলতে এমন কি
খুশকির সমস্যা সমাধানে বেশ উপকারী। এছাড়া রাসায়নিকভাবে চুল রঙিন করার চেয়ে চুলে মেহেদি
ব্যবহার করা ভালো।
মেহেদি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলের গোড়া মজবুত করে তোলে।
তাই চুল পড়ার সমস্যা কমে যায়।
তবে চুলে মেহেদি দেওয়ার কিছু নিয়ম আছে। এই সঠিক উপায় বা নিয়ম না জানার কারণে
চুল মেহেদির উপকারিতা না পেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাধারণত মানুষ মেহেদি পাতার পেস্ট
তৈরি করে সরাসরি চুলে লাগাতে শুরু করেন।
তবে চুলে মেহেদী নেওয়ার জন্য এটা ভুল পদ্ধতি। মেহেদি পাতা বেটে সরাসরি চুলে
না লাগিয়ে, বাটা থেকে পাতার রস বের করে নিন। তারপর সেই রসটুকু চুল ও মাথার স্ক্যাল্পে
তেলের মতো ম্যাসাজ করে লাগান।
এভাবে অপেক্ষা করুন ৪ থেকে ৫ ঘণ্টা। তারপর ভালো ব্র্যান্ডের কোনো শ্যাম্পু
দিয়ে চুল ধুয়ে নিন। চুলে এভাবে মেহেদি দিলে পাতার পেস্টের অপ্রয়োজনীয় অংশ চুলের গোড়ার
ক্ষতি করবে না। পেস্ট লাগানোর কারণে চুল রুক্ষ্ম ও নির্জীব হয়ে পড়ে। পরে রুক্ষ চুল
ভেঙে ও ঝরে যায়। মাথার ত্বকে মেহেদী পাতার পেস্ট আটকে খুশকি আরও বাড়িয়ে তোলে। এতে চুল
পড়ার সমস্যা আরও বাড়তে পারে। আর শুধু মেহেদি পেস্টের রস দিলে চুল হয়ে উঠবে ঘন, কালো
আর ঝলমলে।