মন্তব্য
নওগাঁর রাণীনগর উপজেলায় ৮ জলাশয়ে বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের ৩১২ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরের একটা পুকুরে মাছের পোনা ছেড়ে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস বিভাগের উদ্যোগে এ পোনা অবমুক্ত করা হয়।
এদিকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন প্রমুখ।
বিডি//সি/এমকে