মন্তব্য
হালের জনপ্রিয় মুখ মেহজাবীন ও আফরান নিশোকে নিয়ে ‘নীল জলের কাব্য’ শিরোনামের একটি টেলিছবি নির্মাণ করছেন শিহাব শাহীন। ঈদের জন্য নির্মিত হচ্ছে এটি।
দ্বিতীয় দিনের শুটিং মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে পরিচালককে। অনেকটা বাধ্য হয়েই প্যাকআপ করেছেন শিহাব শাহীন।
মেহজাবীনের চোখের কোণায় অঞ্জনি উঠেছে। তা নিয়েই মঙ্গলবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। কয়েকটি দৃশ্যের কাজ শেষ হলেও বিপত্তি বাধে ক্লোজশট নিতে গিয়ে। কোনোভাবেই অঞ্জনি এড়ানো যাচ্ছিল না।