নীলফামারী ডোমারে মাদক সেবনের দায়ে ৫জনকে জরিমানাসহ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এর আগে সোমবার (১৪ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার কলেজপাড়া চিলাহাটি সড়ক সংলগ্ন এলাকায় মাদক সেবনকালে তাদের আটক করা হয়।
দন্ডিতরা হচ্ছে- ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার কেষ্ট কুমারের ছেলে হিমেল চন্দ্র রায়(২৬), একই এলাকার মৃত ক্ষেত্র মোহন এলাকার ছেলে নবদ্বিপ (২৫), মাদ্রাসাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর(৩৪) ও গিয়াস উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (৩৫), চন্দিনাপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে মো: আনোয়ারুল(৩৮)।
এদের মধ্যে প্রথম দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশ’ টাকা এবং বাকি তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, দন্ডিতদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে