ভারতে মন্দির ধসে ৯ জনের মৃত্যু

International
১৪ অগাস্ট ২০২৩

ভারতে শিব মন্দির ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির হিমাচল প্রদেশের শিমলায় সোমবার এ ঘটনা ঘটে। মন্দির ধসের পর অত্র এলাকায় অসংখ্য মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিমলার সামার হিল এলাকার একটি মন্দিরে শাওয়ান উপলক্ষে পূজা দিতে ভিড় জমান ভক্তরা। এ সময় মন্দিরটি ভেঙে পড়ে। সে সময় প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।

 

মন্দিরের ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শিখু। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ভারি বৃষ্টিপাতের কারণে সিমলার সামার হিলের শিব মন্দির ধসে পড়েছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

 

স্থানীয় প্রশাসন ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ধ্বংসস্তূপে এখনও অনেকেই আটকা থাকতে পারেন বলে জানান তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর