নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এ কর্ণারের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, প্রকৌশলী মো. মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্যসহ বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র স্থান পেয়েছে।
এদিকে উদ্বোধনের পর বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে