আটঘরিয়ায় কাবাডি প্রতিযোগিতা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৩

পাবনার আটঘরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা হয়েছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা  শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকালে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পয়েন্টের ব্যবধানে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে পুরস্কার জিতে নেয়।

যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আটঘরিয়া উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থা।

কাবাডি খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মাহবুবা খাতুন মায়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে

আটঘরিয়া পাবনা

০১৭১১৪১৩৫৭৭

১৪--২৩


মন্তব্য
জেলার খবর