উপকারের প্রতিদান ছুরিকাঘাত !

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৩

পাবনার চাটমোহরে সাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) রাতে আটলংকা বাজারে ঘটনা ঘটে।

ধার দেওয়া টাকা ফেরৎ চাওয়ায় নিজের চাচাতো ভাই-ই তাকে ছুরিকাঘাত করেছে। বেশ কিছুদিন আগে অভিযুক্ত নিজেই সাহিদুলের কাছে থেকে এ টাকা ধার নিয়েছিল, এমন ভাষ্য স্থানীয়দের।

ঘটনার পর অনেকেই মন্তব্য করেছেন- উপকারের প্রতিদান ছুরিকাঘাত! সমাজে এমনটা হলে আর্থিকভাবে উপকার করতে নিরুৎসাহিত হবে মানুষ।

সাহিদুল ইসলাম বন্যাগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযুক্ত হচ্ছে আমজাদ হোসেনের সহোদর ভাই আরমান হোসেনের ছেলে সোহেল রানা।

এলাকাবাসী জানায়, পাওনা টাকা নিয়ে ঘটনার কিছু সময় আগে সাহিদুল ও সোহেলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় আকস্মিকভাবে সাহিদুলের পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে সোহেল। ছুরিটি সোহেলের পকেটেই ছিল।

এদিকে সাহিদুলের চিৎকারে লোকজন এগিয়ে এলে সোহেল পালিয়ে যায়। ভুক্তভোগীকে পাবনা জেলারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী আরও জানায়, দরকারের কথা বলে সাহিদুলের কাছ থেকে দুই হাজার পাঁচশটাকা ধার নিয়েছিল সোহেল রানা। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা শোধ করেনি অভিযুক্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর