আকস্মিক বন্যা-ভূমিধসে লণ্ডভণ্ড হিমাচল, ৫০ জনের প্রাণহানি

রবি
১৫ অগাস্ট ২০২৩

ভারতের হিমাচলে গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন মারা গেছেন। এ ছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন।

 

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বিষয়টি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, মান্ডি জেলার সম্ভল, পান্ডোহ বন্যা ও ভূমিধসের ভয়াবহ ভিডিওগুলো আসছে। সেখানে সাতজন মানুষ আকস্মিক বন্যায় ভেসে গেছেন। এ ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম চলছে।

 

 

সিমলায় ধসের পর একটি মন্দির ভেঙে অন্ততপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। সিমলায় দুটি জায়গায় ধস নেমেছে। সব মিলিয়ে অন্তত ১৫ জন মারা গেছেন। মান্ডিতে আকস্মিক বন্যায় মারা গেছেন ১১ জন। সোলানেও ক্লাউড বার্স্ট বা মেঘ-ভাঙা বৃষ্টির পর আকস্মিক বন্যা হয়। সেখানেও সাতজন মারা গেছেন। মান্ডি জেলার সম্ভলে হড়পা বানে মারা গেছেন অন্তত ১০ জন। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

 

পাহাড় ধসে ভারতের দুই পাহাড়ি রাজ্য হিমাচল ও উত্তরাখণ্ডে মোট ৭০০ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু রাস্তা সংস্কারের কাজ চলছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় রাস্তা মেরামত করাও সম্ভব হচ্ছে না।

 

সুখবিন্দর সিং সুখু একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, হঠাৎ কীভাবে প্রবল গতিতে পানি নেমে সবকিছু ভাসিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, সবাই যেন বাড়িতে থাকেন। নদীর কাছে না যান। সরকার সবার কাছে ত্রাণ পাঠানোর চেষ্টা করছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর