দৈনিক ঝুঁকি নিয়েই বোদা-মারেয়া সড়কে চলাচল করতে হয় যাত্রীদের

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় থেকে
১৫ অগাস্ট ২০২৩

 

অনেক স্থানে উঠে গেছে পিচ। ইটের খোয়া সরে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। বৃষ্টি হলে সড়কে জমে হাঁটু পানি। এমন পরিস্থিতি পঞ্চগড়ের বোদা-মারেয়া এলাকার প্রায় ১৮ কিলোমিটার সড়কের।

সড়কের বেহাল দশার কারণে মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তারপরও প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহনসহ হাজার হাজার মানুষ। দীর্ঘদিন হচ্ছে চলমান ভোগান্তি দূর করতে নেওয়া হয়নি টেকসই কোনো উদ্যোগ। এতে ওই সড়কের যানবাহন চালক আর যাত্রীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ।

উপজেলা শহরের সাথে যোগাযোগের জন্য কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ সড়ক দিয়ে যাতাযাত করে। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

সরেজমিনে দেখা যায়, সড়কটির মাছগ্রাম,মিলগেটবাজার,চামাইদিঘী,বদেশ্বরীসহ আরো কয়েক জায়গায় খানাখন্দ বেশি।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কটি প্রায় প্রতি বছর দফায় দফায় সংস্কার করা হয়েছে। কিন্তু কাজে অনিয়ম করায় কিছুদিনের মধ্যে আগের খানাখন্দে রুপে ফেরে সড়কের অবস্থা।

মারেয়া এলাকার সুলতান বলেন,সড়কটি বেহাল অবস্থার কারণে ছোট-বড় যানবাহন পণ্য যাত্রী পরিবহন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

মাছগ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, ক্ষেতের ফসল নিয়ে ভ্যানে করেও বাজারে যাওয়া যায় না। ভাঙা সড়কে যেতে বেশি ভাড়া চায়।

ইজিবাইকচালক মিজানুর রহমান বলেন, খানাখন্দ গর্তের কারণে ইজিবাইক ঠিকমতো চালানো যায় না। নষ্ট হয়ে যায় গাড়ি, দুর্ঘটনার ভয় থাকে। তবুও গর্তে উল্টে যাওয়ার শঙ্কা নিয়ে চালাতে হয়।

বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ এরফান আলী চৌধুরী জানান, ওই সড়কটির বিষয়ে একটি বড় প্রকল্প নেওয়া আছে। অনুমোদন পেলে সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।

 

 

 

বিডি/সি/এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর