পটুয়াখালীতে জেলের জালে একটানে উঠল ৯৬ মণ ইলিশ

রবিউল ইসলাম
১৫ অগাস্ট ২০২৩

টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা ছিল মাছ ধরায়। লম্বা সময় পর সাগরে জাল ফেলতেই মিলল ঝাঁকে ঝাঁকে ইলিশ। পটুয়াখালীর পায়রা বন্দর এলাকার এক মাঝির জালে একটানে উঠল ৯৬ মণ ইলিশ। ওই মাঝির নাম মিজান। তিনি এসব মাছ ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছেন।

 

মিজান মাঝি জানান, ‘৬৫ দিন ধরি মাছ ধরা নিষেধ ছিল। আমরা সাগরে নাইমতে পারিনি। অবরোধ উঠি যাওয়ার পর সাগরে নাইমলাম। এত মাছ পাইমু চিন্তাও করি নাই। ধার-দেনায় জর্জরিত হই গেছি। মাছ বিক্রি করি যে টাকা হয়েছে, সেই টাকা দিয়ে পুরাতন দেনা শোধ করব।’

 

রোববার বিকেলে জাল উঠানোর পর এ পরিমাণ মাছ পান তিনি। পরের দিন সোমবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে আড়তে মাছ বিক্রি করেন। দর কষাকষির পর তার মাছ ৩৯ লাখ ৭০ হাজার টাকায় কিনে নেয় ব্যাপারি।

 

মৌসুমের শুরুতে এতো বেশি মাছ পাওয়ায় এ বছর বিপুল পরিমাণ ইলিশ আহরণের আশা করছেন তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর