ইউক্রেনকে পরাজিত করতে একের পর এক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এবারর ইউক্রেনের
পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে দুটি অঞ্চলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে
রাশিয়া। সোমবার রাতে এ হামলা চালায় রুশ বাহিনী।
হামলার পর এদিন রাত দুইটা নাগাদ গোটা ইউক্রেনজুড়েই দুই ঘণ্টার জন্য এয়ার
রেড অ্যালার্ট জারি করা হয়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের
এত কাছে রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন যুদ্ধ আরও বিপজ্জনক করে তুলতে
পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
লাভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভিয়ি বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা
কাজে লাগিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কয়েকটি শহরে আঘাত হেনেছে। অন্তত
একটি ভবনে আগুন লেগে যায়। ভবনটিতে আটকা পড়া মানুষদের উদ্ধার করা হয়। এতে অন্তত দু’জন
আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আরআই