আর্জেন্টিনার ক্লাবে খেলবেন জামাল!

রবিউল ইসলাম
১৫ অগাস্ট ২০২৩

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অসাধারণ ফুটবল খেলে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এবার নজরে আসলেন আর্জেন্টিনার একটি ফুটবল ক্লাবের। শোনা যাচ্ছে আগামী মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়োতে যাচ্ছেন তিনি। তবে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

 

তিনি জানিয়েছেন, বাংলাদেশের থেকে আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি।

 

জামাল ভূঁইয়া আরো বলেছেন, ‘আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। তাছাড়া ওরা আমাকে বেশি অর্থের প্রস্তাব দিচ্ছে। তাতে চেষ্টা করছি আর্জেন্টিনার ক্লাবে যোগ দিতে। ওখানে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। ওরা ফুটবলকে অনেক উপভোগ করে। সুতরাং সব মিলিয়ে আমার কাছে ওদের ক্লাব এগিয়ে রয়েছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর