দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এরই আগে রয়েছে ক্রিকেটের আরেক মহারণ এশিয়া
কাপ। এশিয়ার শীর্ষ এ টুর্নামেন্টকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করা
হয়েছে। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের।
এদিকে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। তাই ওপেনিং নিয়ে চিন্তায়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটনের সঙ্গী কে হবেন এ বিষয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।
মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি
মনে করি তামিম (তানজিদ হাসান) হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি
না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে এশিয়া
কাপে। সেকেন্ড রাউন্ডে খেললে তো সুযোগ থাকবে। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে,
খেলোয়াড়- আমরা তাদের থেকে কী আশা করি- দারুণ একটা সূচনা। ও ওরকমই প্লেয়ার।’
এবারের এশিয়া কাপের শিরোপা ঘরের তোলার সুযোগ রয়েছে বাংলাদেশের বলে মনে করেন
তিনি।
সুজন বলেন, ‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত।
ভালো না করলেই বরং আমি আশ্চর্য হব। আমরা ক্যাপেবল। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান,
শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন
হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে।‘
আরআই