নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ সেনা নিহত

রবিউল ইসলাম
১৫ অগাস্ট ২০২৩

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আটজনের আহতের খবর পাওয়া গেছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

 

বিমান বাহিনীর এক মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধারকারীদের একটি হেলিকপ্টার সোমবার সকালে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে। যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীর সাথে লড়াই করছে। তবে ক্রু ও যাত্রীরা বেঁচে গেছে কিনা তা তিনি উল্লেখ করেননি।

 

জুঙ্গেরু-তেগিনা হাইওয়েতে ‘গুরুতর লড়াই’ এর পরে প্রথম সূত্রটি বলেছিল, ‘আমরা ২৩ জন সৈন্যকে হারিয়েছি, যার মধ্যে তিনজন অফিসার এবং তিনজন বেসামরিক জেটিএফ (ভিজিল্যান্টস) এনকাউন্টার ছিল এবং আটজন সৈন্য আহত হয়েছে।’ 

 

দ্বিতীয় একজন অফিসার একই হিসেব দিয়ে বলেছেন, সংঘবদ্ধ এ সন্ত্রাসীদের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তিনি আরও বলেন যে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যা হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। হেলিকপ্টারটিতে ১১ জন নিহত এবং সাতজন আহত সৈন্য ছিলেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর