কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবস পালনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের কর্মসূচি হাতে নেয় উলিপুর উপজেলা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠন
মঙ্গলবার সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। এরপর বের হয় শোক র্যালী। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এম এ মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজ হয়।
বিডি/রোকন মিয়া/সি/এমকে