শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সহযোগিতা বঞ্চিত হবে মানুষ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৩

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে এ দেশের স্বাধীনতা বিপন্ন হবে। দেশের মানুষ যে সহযোগিতা পাচ্ছে, সেই সহযোগিতা থেকে আপনারা বঞ্চিত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ভাতা, স্বামীর পরিত্যক্ত ভাতাসহ অসহায় সব মানুষকে সাহায্য করে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনা (আটঘরিয়াঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস।

এমপি নুরুজ্জামান বিশ্বাস দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কার ভোট দেওয়ার আহবান জানান এ সময়। বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন, তাকেই আপনারা ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধামন্ত্রী করবেন।

আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।

বক্তব্য দেন- আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এএইচএম ফখরুল হোসাইন প্রমুখ।

এদিকে আটঘরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হয়েছে। পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেনের সভাপতি শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, দোয়া মাহফিল বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর