জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা কর্মসূচি হাতে নেয়।
কর্মসূচীর মধ্যে ছিল- কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, শোকসভা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম, পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সহকারী কমিশনার (ভূমি) মোছা, তানজিনা খাতুন, ইউপি চেয়ারম্যানসহ সরকারি চাকুরেদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ আ. হামিদ মাস্টার। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, চাটমোহর পৌরসভা, চাটমোহর থানা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।
এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ.হামিদ মাস্টার, পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা প্রমূখ।
ওদিকে উপজেলা আওয়ামী লীগের শোকসভা হয় শহরের পুরাতন বাজারে দলটির অস্থায়ী কার্যালয়ে। শোকসভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।
বিডি/সি/এমকে