গলায় ওড়না পেঁচানো সুমির লাশ ঝুলছিল ঘরের ডাবে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৩

পাবনার চাটমোহরে সুমি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে পুলিশ।

সুমির শ্বশুর বাড়ির লোকজন বলছেন, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিপরীতে সুমির বাবার পরিবারের লোকজনের দাবি, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঘরের ডাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে তার মৃত্যু কিভাবে হয়েছে, সেটা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে ঘটনা ঘটে। সুমি খাতুন ওই গ্রামের মো. শাহিন আলমের স্ত্রী ও ১ ছেলের মা। ছেলেটির বয়স প্রায় এক বছর।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। সুমির পরিবার থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। 

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন সাংবাদিককে  বলেন, ওই মহিলার লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর