দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ হচ্ছে বুধবার (১৬ আগস্ট)। খসড়ায় সব জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে বলে আভাস পাওয়া গেছে। রাজনৈতিক বিবেচনায় অনেক জেলায় কয়েকটি ভোটকেন্দ্র পরিবর্তন ও নতুন ভোটকেন্দ্র সৃষ্টিরও ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিষয়ে দাবি—আপত্তি করা যাবে। ১১ সেপ্টম্বরের মধ্যে দাবি, আপত্তি ও অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে হবে। ভোটগ্রহণের ২৫দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। সম্প্রতি মাঠপর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনা থেকে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, দেশের সব জেলা প্রশাসন কার্যালয়, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে। খসড়ায় ভোটকেন্দ্র কতটি বাড়ছে বা কয়টি পরিবর্তন হচ্ছে এমনকি কত সংখ্যক ভোটকেন্দ্র থাকছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ভোটকেন্দ্রের নীতিমালা অনুযায়ী- ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যাতায়াতের সুবিধা, ভবনের আয়ুষ্কাল, ভোটার বৃদ্ধি, সরকারি ভবনের প্রাধান্য, রাজনৈতিক দলের প্রভাব রয়েছে বা উন্মুক্ত নয় এমন স্থানে ভোটকেন্দ্র না করা, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির নামের প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র না করা প্রভৃতি বিষয় আমলে নিতে হবে। এসব বিষয়ের ব্যত্যয় হলে দাবি—আপত্তি জানানোর সুযোগ আছে যে কোনো ভোটারের।
বিডি/এন/এমকে