নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় এ নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল ডোমার উপজেলা জামায়াতের নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ডোমার উপজেলা জামায়াতের এক শূরা ও কর্মপরিষদ সদস্য জানান, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা নামাজের স্থান ও সময় মঙ্গলবার রাতে দলের নেতাকর্মীদের জানানো হয়।
কিন্তু মধ্যরাত থেকে গোটা উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। তাছাড়া জানাজার পূর্ব নির্ধারিত স্থান গোমনাতী এবং হরিনচড়া ইউনিয়নে ফজরের নামাজের পর থেকেই পুলিশ টহল দিতে থাকে। একপর্যায়ে পুলিশি বাধায় সাঈদীর গায়েবানা জানাজা পন্ড হয়ে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, নিয়মিত টহলের মতই উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিয়েছে পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে