দীর্ঘদিন পর হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৩


কুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে দীর্ঘদিন পর গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আনোয়ারুল ইসলাম, সে উলিপুর থানার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা।

বুধবার (১৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, ২০০১ সালে ঢাকার ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলায় তাকে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত।

কুড়িগ্রাম জেলার মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, সাজা খাটার ভয়ে এ আসামি দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে। গ্রেফতার এড়াতে কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। গ্রেফতারের জন্য উলিপুর থানা পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও  তার অবস্থান নিশ্চিতের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সফলতা পাওয়া গেছে।


বিডি/রোকন মিয়া/সি/এমকে 



মন্তব্য
জেলার খবর