আর্জেন্টিনায় জামাল ভূঁইয়া

রবিউল ইসলাম
১৭ অগাস্ট ২০২৩

কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ ফুটবলের সাথে দারুণ সখ্যতা তৈরি হয়েছে আর্জেন্টিনার। এরই প্রেক্ষিতে কোলকাতা সফরে এসে বাংলাদেশে ঢুঁ মেরে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে বাংলাদেশ অধিনায়ক তার সাথে দেখা করতে পারেননি। বিমান বন্দরে চেষ্টাও করেছিলেন, তবে সফল হননি। এ নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল ভক্তমনে।

 

জামাল ভুঁইয়ার বিষয়টি পরে জেনে দুঃখ পেয়েছিলেন মার্টিনেজ। পরে জামালের জন্য উপহার হিসেবে তার জার্সি রেখে যান জামাল ভুঁইয়ার জন্য।

 

এরপরই যেন ভাগ্য খুলে যায় জামালের। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে (এএফএ) আমন্ত্রণ পান।  এ আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (১৬ আগস্ট) লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছেছেন তিনি। সেখানে গিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামাল। এএফএ-র সামনে নিজের জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জামালকে।

 

জামাল নিজের ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার জন্য সময়টা এখন আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর