জর্জিয়ায় ভূমিধস, মৃত অন্তত ২৬

রবি
১৭ অগাস্ট ২০২৩

এশিয়া-ইউরোপের সীমানা ঘেঁষা দেশ জর্জিয়ায় ভূমিধসে অন্তত ২৬ জন মারা গেছেন। দেশটির উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। মঙ্গলবার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

 

মন্ত্রণালয়টি জানায়, ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝর্ণার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনও নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে। মোট মৃতের ২৬ বলেও জানান তারা। এ ছাড়া এখনও সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

 

 

সামাজিক মাধ্যম ফেসবুকে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে।

 

দেশটির রাজধানী তিবিলিস থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

 

আরআই


মন্তব্য