মন্তব্য
আফগানিস্তানে সড়ক থেকে গাড়ি ছিটকে খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত
হয়েছেন একজন। দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে
এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র মৌলবি শির আহমেদ বুরহানি বলেছেন, প্রাদেশিক
রাজধানী পুল-ই-খুরমির কাছে খাজা আলওয়ানে বুধবার মারাত্মক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার
কারণ হিসেবে তিনি চালকের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেছেন।
এ নিয়ে অঞ্চলটিতে গত এক সপ্তায় দু’টি সড়ক দুর্ঘটনা ঘটল।
আরআই