পঞ্চগড়ে বিনামূল্যে গাছের চারা পেল সাত হাজার শিক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৩

পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। তাদের হাতে গাছের চারা তুলে দেন পঞ্চগড়- আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি চত্বরে আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ করা হয়।

পঞ্চগড় সদর বন বিভাগ আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। পঞ্চগড় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ও আটোয়ারী উপজেলার  ২ হাজার শিক্ষার্থীকে এ চারা বিতরণ করা হয়।

পৃথক জায়গায় চারা বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম,উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,বন বিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা মদুসুদন বর্মন প্রমূখ।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর