পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। তাদের হাতে গাছের চারা তুলে দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি চত্বরে ও আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ করা হয়।
পঞ্চগড় সদর বন বিভাগ ও আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। পঞ্চগড় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ও আটোয়ারী উপজেলার ২ হাজার শিক্ষার্থীকে এ চারা বিতরণ করা হয়।
পৃথক জায়গায় চারা বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম,উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মদুসুদন বর্মন প্রমূখ।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে