চাটমোহরে তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৩

 

পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তিন জন জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার পরিমাণ একত্রে ২২ হাজার টাকা।

৩ ব্যবসায়ী হচেছন- শহরের নতুন বাজারে এলাকার মকবুল মেশিনারিজের মালিক রিপন হোসেন, তমা টেডার্সের মালিক জাহিদুল ইসলাম ও হরিপুর ইউনিয়নের মা বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক ইবাদুল ইসলাম।

এদের মধ্যে রিপন ও জাহিদুলকে আলাদাভাবে ১০ হাজার ও ইবাদুলকে ২ হাজার টাকার জরিমানা করা হয়।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩২( ১) ৪৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় এ জরিমানা করা হয়েছে তাদের।

জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।


তার আগে তিনি পুলিশ নিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালান। অভিযানকালে বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক উৎপল কুমার তার সঙ্গে ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা.তানজিনা খাতুন সাংবাদিককে জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর