কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৩

 

দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন দর শুক্রবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে। নতুন দরে ২২ ক্যারেট সোনায় কমেছে ৪ হাজার ১৭৩ টাকা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম কমিয়ে সোনার নতুর দর ঘোষণা করে।

নতুন দরে, ভরিপ্রতি ২২ ক্যারেটে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৯৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬৭ হাজার ৫৩৫ টাকা  নির্ধারণ করা হয়েছে।

 

সোনার দাম কমানোর কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর