শাহরুখের ক্যারিয়ারে বিগ বাজেটের ছবি জওয়ান

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৩

জওয়ান ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। রিলিজের প্রায় মাস খানেক আগেই শাহরুখের জাদু বিরাজ করছে চারপাশে। এটি শাহরুখের দ্বিতীয় ছবি হতে চলেছে। পাঠানের বক্স অফিসে রীতিমত সুনামি তোলার পর আসছে জওয়ান।

 

পাঠান সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর ফিরে সব হিসেব নিকেষ পাল্টে দিয়েছে শাহরুখ। তাই এখন সবার লক্ষ্য জওয়ানের দিকে। অনুমান করা হচ্ছে এই ছবিটিও বক্স অফিসে ভালো সাড়া ফেলবে। তবে জওয়ান ছবিটা শাহরুখের কেরিয়ারের সব থেকে বিগ বাজেটের ছবি?

 

একটি ভারতীয় পোর্টালের রিপোর্ট অনুযায়ী জওয়ান ছবিটির বাজেট ৩০০ কোটি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়াল এর সাক্ষী থাকতে পারে তার জন্য কিন্তু মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত এই ছবিটি আগামী মাসে ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বক্স অফিসে।

 

বড় বড় সেটআপেই জাওয়ান ছবির সমস্ত অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে। পাঠান ছবির ক্ষেত্রে যেমন অনেক দৃশ্য গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে।

তবে জাওয়ান ছবির ক্ষেত্রে সমস্ত সেট বাস্তবে তৈরি করা যাতে রিয়েলিস্টিক ফিল পাওয়া যায়।

 

পাঠান ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি, এর আগে তৈরি হওয়া শাহরুখের জিরোর বাজেট ছিল ২০০ কোটি। দিলওয়ালে এবং রাওয়ান বানাতে যথাক্রমে খরচ হয় ১৩৫ কোটি এবং ১৩০ কোটি। রইজের বাজেট ছিল ৯৫ কোটি, আর হ্যাপি নিউ ইয়ারের বাজেট ১৫০ কোটি ছিল। এবার সেসব কিছুকে ছাপিয়ে গিয়েছে জওয়ান।

 

তবে জাওয়ান সিনেমাটি ইতোমধ্যে এর ট্রেইজার ও ট্রেলার থেকে মোটা অংকের টাকা আয় করতে শুরু করেছে। এই ছবিতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।


মন্তব্য
জেলার খবর