পাওলিকে শুঁটকি উপহার

১১ মার্চ ২০২১

বলিউড ও টলিউডের নামকরা অভিনেত্রী পাওলি দামের পছন্দ বাংলাদেশের সিধল শুঁটকি। মীরাক্কেল মঞ্চে এমনটাই বলেছিলেন মীরাক্কেলের বাংলাদেশের প্রতিযোগী আবিদুল ইসলাম রিমনকে।

তাই ছুটি শেষে বাংলাদেশ থেকে মীরাক্কেলের বিচারক পাওলি দামের জন্য শুঁটকি উপহার নিয়ে যান স্ট্যান্ডআপ কমেডিয়ান  রিমন। মীরাক্কেলের মঞ্চেই সে শুঁটকি পাওলি দামের হাতে তুলে দেন তিনি। 


মন্তব্য
জেলার খবর