এক বসায় ১৫শ’ হাফেজের ১৫শ’ খতমে কুরআন

রবিউল ইসলাম
১৮ অগাস্ট ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একসাথে এক বসায় প্রায় পনেরশ’ হাফেজ পবিত্র কোরআন সম্পূর্ণ তেলাওয়াত করেছেন। সম্প্রতি গাজা এলাকার দুটি মসজিদে ‘সাফওয়াতুল হুফফাজ’ নামের কোরআন পাঠের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ নামের একটি সংস্থা এর আয়োজন করে।

 

জানা গেছে, এ অনুষ্ঠানে মোট ১ হাজার ৪শ’ ৭১ জন হাফেজ সাহেব অংশ নেন। দু’টি মসজিদের একটিতে ছেলেরা এবং অন্যটিতে মেয়েরা মুখস্ত কোরআন তেলোওয়াত করেন।

 

পুরো কোরআন শোনাতে তাদের প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লেগেছে। কোরআন তেলাওয়াতের মনোমুগ্ধকর এ পরিবেশনা চলে ফজর থেকে মাগরিব পর্যন্ত।

 

দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহর প্রধান বিলাল ইমাদ জানিয়েছেন, কোরআন শোনানোর এ পর্বে ফিলিস্তিনের নানা বয়সী হাফেজরা অংশ নেন। তাদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, সেনা কর্মকর্তাসহ নানা পেশার নারী ও পুরুষ ছিলেন।?

 

অংশগ্রহণকারীদের মধ্যে ৮ বছর বয়সী হাফেজ যেমন ছিলেন, তেমনি ছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধও। তাদের মধ্যে ২৬ জন প্রতিবন্ধী, ১৬৩ জন শিক্ষক-শিক্ষিকা, ৩৪ জন নিরাপত্তাকর্মী এবং ৯০ জন চিকিৎসক।

 

বিলাল ইমাদ আরও জানান, এটি পবিত্র কোরআন শোনানোর দ্বিতীয় পর্ব। স্থানীয় বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়েছে।

 

এরআগে গত ২০২২ সালে প্রথমবারের মতো সংস্থাটি এক বৈঠকে কোরআন শোনানোর আয়োজন করে। তাতে ৫৮১ হাফেজ অংশ নিয়েছিলেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর