কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল। ভয়াবহ আকার ধারণ করছে। দ্রুত দেশটির উত্তরাঞ্চলীয়
শহরের দিকে আসতে শুরু করেছে। এ অবস্থায় নিজ বাড়ি ছেড়ে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে
পালাতে শুরু করেছে স্থানীয় অধিবাসীরা।
বৃহস্পতিবার পর্যন্ত দাবানলের অবস্থান ছিল ইয়েলোনাইফের ১৫ কিলোমিটার উত্তর
পশ্চিমে। শনিবার নাগাদ এ আগুন শহরের কাছাকাছি চলে আসতে পারে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
ওই অঞ্চলটি অনেক বড় ও ঘনবসতিপূর্ণ। ইয়েলোনাইফে প্রায় ২০ হাজার মানুষ বসবাস
করে। তাদের সবাইকে শুক্রবার সকালের মধ্যে শহর ছাড়তে বলা হয়েছে।
পুরো উত্তর-পশ্চিম ভূখণ্ডে অন্তত ২৪০টি দাবানল তৈরি হয়েছে এবং এটি তার একটি।
এ কারণে মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উদ্ধারকারী বিমানে ওঠার জন্য যেখানে নাম রেজিস্ট্রেশন করা হচ্ছিল
সেখানে দেখা গেছে দীর্ঘ লাইন। স্থানীয় একটি স্কুলের বাইরে ওই কার্যক্রম চলছিল।
সরকারের কমিউনিকেশন বিভাগের ডিরেক্টর অ্যামি কেনেডি জানান, ‘চার শতাধিক
মানুষ শহর ছাড়ার সুযোগ পাচ্ছে না। আমরা বুঝতে পারছি, কয়েক ঘণ্টা ধরে যারা লাইনে অপেক্ষমাণ
আছে এবং যাদের কাল আবার লাইনে দাঁড়াতে হবে, তাদের জন্য বিষয়টি হতাশার।’
যারা হাঁটতে অক্ষম ও প্রতিবন্ধী তাদের অপেক্ষমাণ লাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে
বলেও জানান তিনি।
আরআই