প্রত্যাশিত এফ-১৬ পাচ্ছে ইউক্রেন

রবিউল ইসলাম
১৮ অগাস্ট ২০২৩

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে জেলেনস্কির পাশে বড় ভাইয়ের মতো দাঁড়িয়েছে আমেরিকা। দেশটিকে সবধরনের সাহাজ্য করে আসছে যুক্তরাষ্ট্র। এবার নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

 

অনেক আগে থেকেই রুশ বিমানবাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রের তৈরী এফ-১৬ যুদ্ধবিমান দাবি করে আসছিল।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে কবে নাগাদ এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হবে সেটা এখনও জানাননি তিনি।

 

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছিলেন, তার দেশ চলতি বছরের মধ্যেই এফ-১৬ যুদ্ধবিমান পাবে বলে আশা করছে।

 

 

ডেইলি সাবাহ/আরআই


মন্তব্য
জেলার খবর