আমরা ভালো আছি : রাজ

নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৩

ভাঙা গড়ার মধ্যেও সম্পর্কটা টিকিয়ে রেখেই যেন আসল সুখ তাদের। বলছিলাম ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-নায়িকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণির কথা। প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে আবারও এক ছাদের নিচে ফিরলেন তারা। তাদের সম্পর্ক নাকি এখন স্বাভাবিক হওয়ার পথে। গত বুধবার রাতে সন্তানসহ রাজ ও পরীমনিকে একসঙ্গে আলিঙ্গন করতেও দেখা গেছে।

 

এবার পরীর বাড়িতে ফিরে রাজ বলেছেন, 'আমরা ভালো আছি।'‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।

 

তিনি আরও বলেন, ‘বাচ্চার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।

 

রাজ আরও বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।

 

প্রসঙ্গত, গত ২০ মে স্ত্রী-সন্তানকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। তারপর থেকে দুজন আলাদা ছিলেন। রাজের সঙ্গে অন্য নায়িকাদের নাম জড়িয়ে এতদিন বেশ জল ঘোলা হয়েছে।


মন্তব্য
জেলার খবর