শিশুকে নিয়ে ভ্রমণ, মনে রাখতে হবে এ ৬ বিষয়

রাবেয়া ম্যামি
১৮ অগাস্ট ২০২৩

অনেক দম্পতি আছেন, যারা ভ্রমণ ভীষণ পছন্দ করেন। তবে ছোট শিশু নিয়ে কীভাবে ভ্রমণে যাবেন- এই ভেবে পিছিয়ে পড়েন। অথবা একটা শিশু ঘরে এলেই ঘরকুনো হয়েই জীবনটা পার করে দিতে হবে এই ভেবে বিষণ্ণ হয়ে পড়েন সদ্য মা-বাবা। তবে কিছু নিয়ম মেনে এবং বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করলেই ছোট শিশুটিকে নিয়েও বেড়িয়ে পড়তে পারেন দেশ কিংবা বিদেশ ভ্রমণে।

 

১) প্রয়োজনের বেশি কিছু নেবেন না

 

শিশু হাঁটতে শিখলেও বেশিরভাগ সময়ে অজানা জায়গায় শিশু মা-বাবার কোলেই ঘুরতে পছন্দ করে। তাই ব্যাগ যত কম হয়, তত ভালো। ভ্রমণের জায়গায় কী পাওয়া যাবে আর কী পাওয়া যাবে না, সে কথা ভেবে গোটা বাড়িটাকেই সাথে তুলে নেবেন না।

 

২) ঘুমের সময় বুঝে টিকিট কাটুন

 

অনেক সময় দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এ যাতায়াতের ধকল সামলাতে বড়রাই হিমশিম খেয়ে যান। তাই বুদ্ধি করে বাচ্চার ঘুমের এবং খাওয়ার সময় বুঝে সেই অনুযায়ী টিকিট কাটুন। তবে শিশু নিয়ে ভ্রমণ করতে চাইলে চেষ্টা করবেন ট্রেন বা বিমানে ভ্রমণ করতে। যদি বাসে যেতেই হয় তবে এই বাসের টিকিট কাটুন। এতে শিশুর উপর ততটা প্রভাব পড়বে না।

 

৩) জরুরি কিছু জিনিস হাতের কাছে রাখুন

 

ঝাড়া হাত-পায়ে থাকবেন বলে সমস্ত ব্যাগ মালপত্র ‘মেন লাগেজ’-এ ভরে ফেললে কিন্তু হবে না। হঠাৎ বাচ্চার ডায়াপার পাল্টাতে ওয়েট টিস্যু প্রয়োজন হয়। ক্ষুধা লাগলে দুধ বানানোর প্রয়োজন হতে পারে। তাই হ্যান্ড ব্যাগের পরিবর্তে বাচ্চার ডায়পার ব্যাগ ক্যারি করুন। তাতে রাখুন বাচ্চার ডায়পার, ওয়েট টিস্যু, পলি ব্যাগ, অতিরিক্ত এক সেট পোশাক, এক ফ্লাক্স গরম পানি, ফিডার ও ফর্মুলা মিল্ক। তবে শিশু যদি ৬ মাসের বেশি বয়সের হয় তাহলে তাহের কাছে কিছু ফলমূল ও ড্রাই ফ্রুটসও রাখতে পারেন।

 

৪) প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন

 

শহরের বাইরে বের হলে অনেক সময়ে চেনা ওষুধও পাওয়া যায় না। তাই ঝুঁকি না নিয়ে বাচ্চার ঠাণ্ডা, জ্বর ও কাশির ওষুধ সঙ্গে রাখুন। সাথে রাখুন এন্টি র‍্যাশ ক্রিম, ব্যান্ডেজ, ওডমস।

 

৫) হাতে সময় নিয়ে বেরোন

 

যেখানেই যান কেন, হাতে সময় নিয়ে বের হবেন। যাতায়াতের ক্লান্তি, ঠিক সময়ে বিমান ধরার উদ্বেগ এড়াতে ধীরেসুস্থে যাত্রা করুন।

 

৬) দুই মৌসুমেরই পোশাক নিন

 

আপনি যদি গরমকালেও ঘুরতে বের হন তবুও শিশুর গরম কাপড় নিতে ভুলবেন না। কারণ অঞ্চল্ভেদে আবহাওয়ার ভিন্নতা থাকতে পারে। আবার হঠাৎ ঝড় বা বৃষ্টি কিংবা শিশু জ্বর ঠান্ডা সামাল দিতে অতিরিক্ত পোশাক বহন করুন। আবার শীতকালে কিছু হালকা সুতির পোশাক নিন। তবে পোশাকের ক্ষেত্রে অবশ্যই শিশুর আরামের বিষয়টি মাথায় রাখবেন।


মন্তব্য
জেলার খবর