বলিউডের আকাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন ৩’ তৈরির আগেই চ্যালেঞ্জের মুখে পড়তে
হচ্ছে পরিচালক ও নায়ককে। ২০০৬ সালে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডন’ ও পাঁচ বছর পর ‘ডন
২’ এরপর আসতে যাচ্ছে ‘ডন ৩।
তবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন এ সিনেমায় বলিউড কিং শাহরুখ খানের পরিবর্তে
অভিনয় করবেন রণবীর সিং। আর তাতেই বিগড়ে বসেছেন নেটিজেনরা। তারা শাহরুখ খান ব্যতীত ডন
চরিত্রে কাউকে দেখতে নারাজ। রণবীরকে নিয়ে কটাক্ষের পর টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ
মাধ্যমে শুরু হয়েছে ‘নো শাহরুখ নো ডন’ ক্যাম্পেইন!
ডন চরিত্রে দর্শকরা অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের পর দর্শকদের একাংশ
রণবীরকে মানতে পারছে না। সেই বিষয়ে অবশ্য মুখ খুলেছেন নির্মাতা ফারহান আখতার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘আমি তো খুবই উত্তেজিত। রণবীর অসাধারণ
অভিনেতা। অমিতাভ বচ্চনের জুতায় পা গলানোর সময় শাহরুখকেও একই কথা শুনতে হয়েছিল।’
পরিচালক আরও জানান, কে হবে পরবর্তী ডন? দর্শক মনে ওঠা সে প্রশ্নের জবাব
দিতেই নামটা শুধু সামনে এনেছেন। প্রি প্রোডাকশনের সব কাজ এখনও বাকি।
এর আগে ৯ আগস্ট এক্সেল মুভিজের
ইউটিউবে ‘ডন থ্রি’সিনেমার টাইটেল প্রকাশ পায়। সেখানে ‘ডন থ্রি’ সিনেমায় শাহরুখ খানের
পরিবর্তে রণবীর সিংকে দেখা যায়। ওই ভিডিওতে দেখা যায়, ফ্ল্যাটের একটি ঘরে চেয়ারে পেছন
ফিরে বসে ধূমপান করছেন রণবীর। তার পরনে লেদার জ্যাকেট, বুট।
২০২৫ সালের জানুয়ারি নাগাদ ক্যামেরা ওপেন হবে ছবিটির। ওই বছরই ছবিটি মুক্তি
দেয়ার প্ল্যান করছেন নির্মাতা।