এবার পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফটকে
হারিয়ে দিলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয় সঙ্গীত দুনিয়ার অনেককেই
ছাপিয়ে সারাবিশ্বে জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এ গায়ক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম
স্পটিফাইয়ের তথ্যে জানা গেছে, ভক্তদের সংখ্যার নিরিখে টেলর সুইফটকে হারিয়েছেন অরিজিৎ
সিং।
স্পটিফাইয়ে এখন অরিজিৎ সিংয়ের ভক্ত সংখ্যা আট কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে
টেলর সুইফটের ভক্ত সংখ্যা সাত কোটি ৯০ লাখের কাছাকাছি। এছাড়া হলিউডের নতুন প্রজন্মের
গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।
জনপ্রিয়তার নিরিখে ব্রিটিশ পপ তারকা এড শিরান ১১ কোটি ৩০ লাখ ভক্ত নিয়ে
স্পটিফাই তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে,
যার ভক্ত সংখ্যা প্রায় নয় কোটি ১০ লাখ আর তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ।
ভারতের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে
মুম্বাইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন।
“ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তার কণ্ঠ
দিয়ে সম্মোহিত করে চলেছেন সবাইকে।