মালয়েশিয়ায় বিমান-মোটর সাইকেল সংঘর্ষ, নিহত ১০

রবি
১৮ অগাস্ট ২০২৩

মালয়েশিয়ায় মহাসড়কে বিমান আছড়ে পড়ে দুই মোটর সাইকেল আরোহীসহ অন্তত ১০ নিহত হয়েছেন। দেশটির সেলানগর প্রদেশের এলমিনায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। মালয় মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

গণমাধ্যমটি জানায়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ও মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে। এসময় বিমানের আট আরোহীর সবাই এবং মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

 

সেলানগর পুলিশের প্রধান হোসেন ওমর খান বলেন, বিমানবন্দরে অবতরণের দুই মিনিট আগে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরপরই মহাসড়কে আছড়ে পড়ে।

 

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির প্রথম যোগাযোগ হয় দুপুর ২টা ৪৭ মিনিটে। আর বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেয়া হয় দুপুর ২টা ৪৮ মিনিটে। সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের দুপুর ২টা ৫১ মিনিটে অবতরণের সময় নির্ধারিত ছিল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর