সাতক্ষীরা- খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে মাহামুদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় গুরত্বর আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী মো. সিফা (৩৩)।
শুক্রবার(১৮আগষ্ট) সকালে সাড়ে ৮টার দিকে ত্রিশ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
মাহামুদুল তালা উপজেলার মাঝিয়াড়া এলাকার আবু জাফরের ছেলে। সিফা খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজীর ছেলে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, মাহমুদুল মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে ত্রিশ মাইল নামক স্থানে ইমাদ পরিবহন নামের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হোসেন জানান, দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অন্যজন হাসাপাতালে ভর্তি রয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে